সোমবার, ৩০ জুলাই, ২০১৮

সার্বভৌমিকতার একাত্ববাদী তত্ত্ব আলোচনা কর।



সার্বভৌমিকতা হল রাষ্ট্রের অন্যতম আবশ্যিক গঠনকারী উপাদান। সার্বভৌমিকতার ইংরেজি শব্দ 'Sovereignty' কথাটি এসেছে ল্যাটিন শব্দ 'Superanus' থেকে। যার অর্থ হলো চরম্ বা সর্বশ্রেষ্ঠ।

রাষ্ট্র কর্তৃক ব্যবহৃত চরম ক্ষমতাকেই সার্বভৌমিকতা সাধারণভাবে বলা হয়।

সার্বভৌমিকতার একাত্ববাদী তাত্ত্বিকদের নাম গুলি হল :- Hobbs, John Austin, Bodin, Rausseau .

সার্বভৌমিকতার একাত্ববাদ সম্পর্কে জন অস্টিন একটি সংজ্ঞা দিয়েছিলেন।




অস্টিনের সংজ্ঞাটি হলো:- যদি কোন একটি সমাজে সুনির্দিষ্ট এমন কোন উর্দ্ধতন কর্তৃপক্ষ থাকে যে বা যারা অনুরূপ অপর কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য থাকেনা কিন্তু সেই সমাজের সকল মানুষের স্বাভাবিক আনুগত্য লাভ করে থাকে তাহলে সেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে সার্বভৌম বলা হয় এবং সার্বভৌম কর্তৃপক্ষ সহজে সমাজ তা একটি স্বাধীন ও রাজনীতি সমাজ।

অস্টিনের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে সার্বভৌমিকতার একাত্ববাদ তত্ত্বের কতগুলি বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। এগুলি হল:-

১. অস্টিনের মতে সার্বভৌম বলতে নির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষের ক্ষমতাকে বোঝায় এটি জনসাধারণের ইচ্ছে প্রভৃতি কোন অস্পষ্ট কর্তৃপক্ষকে বোঝায় না তাই অস্টিনের সংজ্ঞা অনুযায়ী সার্বভৌমিকতা হল সুনির্দিষ্ট ও সুস্পষ্ট

২. সার্বভৌম ক্ষমতা হলো সকল অধিকারের উৎস।

৩. জনগণের স্বাভাবিক আনুগত্যই হল সার্বভৌমিকতার ভিত্তি।

৪. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা তার মধ্যেকার সকল ব্যক্তি গোষ্ঠী ও সংঘের ওপর সমভাবে প্রযোজ্য।

৫. সার্বভৌমের আদেশই হলো আইন এ নির্দেশ অমান্য করলে শাস্তি পেতে হয়।

৬. সার্বভৌম শক্তি হলো অবিভাজ্য অর্থাৎ সার্বভৌমের বিভাজন ঘটানো সার্বভৌম ক্ষমতার অবসান ঘটানো। 

Books Writers Names

1. The city of god - গ্রন্থটির রচয়িতা কে? Ans :- Augustine of Hippo 2. The prince - গ্রন্থটির রচয়িতা কে? Ans :- Niccolo Machiavelli ...