শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখ?

এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখ

যখন কোন শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে তখন তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে।

এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখ :-

১. কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠা:-‌ এককেন্দ্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের সকল প্রকার কাজ কেন্দ্রীয় সরকার পরিচালনা করে থাকে। কিন্তু শাসনকার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার কতগুলি আঞ্চলিক সরকার গঠন করতে পারে এইসব সরকারের নিজস্ব কোন ক্ষমতা থাকেনা কেন্দ্রীয় সরকার যে দায়িত্ব প্রদান করে তা নিষ্ঠা সহকারে পালন করাই তাদের প্রধান কর্তব্য।

২. সংবিধানের প্রকৃতি:- এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত বা অলিখিত হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যে ফ্রান্স ও নিউজিল্যান্ড প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধান লিখিত কিন্তু বৃটেনের সংবিধান  অলিখিত।

৩. সুপরিবর্তনীয় সংবিধান:- এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান সহজেই পরিবর্তন করা যায় । সংবিধান সুপরিবর্তনীয় হওয়ার ফলে কেন্দ্রীয় আইনসভা সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে সংবিধান সংশোধন করতে পারে।

৪. এক নাগরিকত্বের স্বীকৃতি:- এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় নাগরিকেরা এক নাগরিকত্ব পেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের দ্বি-নাগরিকত্ব দেখা যায়। কিন্তু ব্রিটেনে এক নাগরিকত্ব দেখা যায়।

Books Writers Names

1. The city of god - গ্রন্থটির রচয়িতা কে? Ans :- Augustine of Hippo 2. The prince - গ্রন্থটির রচয়িতা কে? Ans :- Niccolo Machiavelli ...